Friday, April 4, 2025
spot_imgspot_imgspot_img
Homeখেলাঅনন্য এক রেকর্ড গড়লেন মোহাম্মাদ সামি

অনন্য এক রেকর্ড গড়লেন মোহাম্মাদ সামি

সাবেক স্ত্রীর করা মামলায় বিশ্বকাপ খেলাটাই ছিল অনিশ্চিত। আদালত থেকে অব্যাহতি পেয়ে জায়গা করে নেন বিশ্বকাপ স্কোয়াড। কিন্তু সুযোগ মিলছিলনা চূড়ান্ত একাদশে। ভারতীয় টিম ম্যানেজমেন্টের বুমরাহ, সিরাজ ও পান্ডিয়া ছিল প্রথম পছন্দ।

তবে হার্দিক পান্ডিয়ার তর্টের কারনে কপাল খোলে মোহাম্মদ সামির। দলে সুযোগ পেয়েই বাজিমাত করে পুরো বিশ্বকে তাক লাাগিয়ে দেন মোহাম্মদ সামি। গড়েছেন একেক পর এক রেকর্ড। শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেট নিয়ে বিশ্বকাপে ভারতের হয়ে সবোর্চ্চ ৪৫ উইকেটের মালিক এখন মোহাম্মদ সামি। মাত্র ১৪ ইনিংস খেলে এই রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি। প্রথম ৪ ম্যাচ দলে সুযোগ না পাওয়া সামি মাত্র ৩ ম্যাচ খেলে নিয়েছেন ১৪ উইকেট। ওয়ানডেটে ভারতের হয়ে বেশি বার ৫ উইকেট নেওয়ার কীর্তিও এখন তার দখলে।

ছবিঃ- মোহাম্মাদ সামি

প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে নেন ৫ উইকেট। পরের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে নেন ৪ উইকেট। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেট নিয়ে গড়েছেন নতুন রেকর্ড। এর আগে ৪৪ টি করে উইকেট ছিল জহির খাঁন ও জাভাগাল শ্রীনাথের। জহির খাঁন ২৩ ইনিংস এবং শ্রীনাথ ৩৩ ইনিংসে এই র্কীতি গড়েছিলেন। সেই পরিসংখ্যানে সামি তাদের থেকে অনেক এগিয়ে আছেন।

সবচেয়ে বেশি ৭১ টি উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা সবার র্শীষে আছেন।

এই নিয়ে একদিনের ক্রিকেটে ২য় বার টানা তিন ম্যাচে ৪ উইকেট নেওয়ার কীর্তি মোহাম্মদ সামির। ২০১৯ বিশ্বকাপেও টানা ৩ ম্যাচে ৪ উইকেট বা তার চেয়ে বেশি উইকেট নিয়েছিলেন তিনি। এমন কীতি আছে শুধু মাত্র সাবেক পাকিস্তানি প্রেসার ওয়ার্কার ইউনুসের। ১৯৯০ ও ১৯৯৪ সালে টানা তিন ম্যাচে ৪ বার তার অধিক উইকেট নিয়েছিলেন তিনি।

বিশ্বকাপে ৩ বার ৫ উইকেট নিয়ে ছুঁয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল স্ট্রার্ককে। ২ বার করে ৫ উইকেট নিয়েছেন মাত্র ৭ বোলার। আর বিশ্বকাপে ৭ বার কমপক্ষে ৪ উইকেট নিয়ে ছাড়িয়ে গেলেন মিচেল স্ট্রার্ককে। পরের দুই ম্যাচেও হার্দিক পান্ডিয়ার দলে ফেরা অনিশ্চত। তবে হার্দিক পান্ডিয়া দলে ফিরলেও সামিকে বাদ দিয়ে একাদশ সাজানো বেশ কঠিনই হবে ভারতীয় টিম ম্যানেজমেন্টের ।

সম্পর্কিত

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জনপ্রিয়

সর্বশেষ মতামত