Friday, April 4, 2025
spot_imgspot_imgspot_img
Homeখেলাটানা ব্যর্থতায় বাদ পড়লেন লিটন দাস, সুযোগ পেলেন জাকের আলী

টানা ব্যর্থতায় বাদ পড়লেন লিটন দাস, সুযোগ পেলেন জাকের আলী

একদমই ছন্দে নেই ওপেনার লিটন দাস। সর্বশেষ ১০ ওয়ানডেতে একটাও ফিফটির দেখা পাননি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ম্যাচেই আউট হয়েছেন শূন্য রানে।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের জন্য আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টানা ব্যর্থতায় দল থেকে বাদ পড়লেন লিটন দাস। তাঁর জায়গায় লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অভিষেক হওয়া জাকের আলী অনিক ডাক পেয়েছেন।

আগামী সোমবার মাঠে গড়াবে সিরিজের ৩য় ও শেষ ওয়ানডে ম্যাচ।

আগের দুই ম্যাচ ১-১ সমতায় থাকায় এই ম্যাচটি অলিখিত ফাইনালে রূপ নিয়েছে। লিটন দাসকে বাদ দেওয়ার প্রসঙ্গে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন, যেহেতু সিরিজটা চলছে তাই খুব বেশি পরিবর্তনের সুযোগ ছিল না। তবে নতুন বলে লিটন দাস খুবই অধারাবাহিক হওয়ার কারণে আমরা তাকে এই স্কোয়াডের সঙ্গে রাখছি না।

লিটনের জায়গায় কেন জাকের আলীকে সুযোগ দেওয়া হলো সেই ব্যাখ্যাও দিয়েছেন গাজী আশরাফ, আগে থেকেই দলের সঙ্গে আছে এনামুল হক বিজয় এবং তানজদি হাসান তামিম। তারাও ওপেনারের ভূমিকায় আছে। সৌম্য সরকার আরেকজন ওপেনার। কাজেই লিটনের জায়গায় নতুন করে আর কোনো ওপেনারের প্রয়োজনীয়তা অনুভব করিনি। এই প্রক্রিয়ায় আমরা অধিনায়ক ও কোচের মতামত নিয়েছি।

আমরা লিটনের জায়গায় দলে মিডল অর্ডারে কাউকে যুক্ত করা যায় কিনা, সেখানে একটি গ্যাপ আছে। আমরা উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে জাকের আলীকে মনে করেছি এই জায়গায় জন্য উপযুক্ত হবে। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচের দল দিয়েছিল বিসিবি। আজ শেষ ম্যাচের জন্য ঘোষিত দলে সুযোগ পাওয়া জাকের প্রথমবারের মতো বাংলাদেশ ওয়ানডে দলে ডাক পেলেন।

এই সংস্করণে একদমই ছন্দে নেই ওপেনার লিটন দাস। সর্বশেষ ১০ ওয়ানডেতে একটাও ফিফটির দেখা পাননি তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ম্যাচেই আউট হয়েছেন শূন্য রানে।

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জনপ্রিয়

সর্বশেষ মতামত