Friday, April 4, 2025
spot_imgspot_imgspot_img
Homeআর্ন্তজাতিকমহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্রে হতে পারে পুতিন ও কিম এর বৈঠক

মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্রে হতে পারে পুতিন ও কিম এর বৈঠক

কিম জং-উন রাশিয়া সফরে গেছেন। এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার উত্তর কোরিয়ান স্টাডিজ বিশ্ববিদ্যালয়ের গবেষক গ্যাব্রিয়েলা বার্নাল বলেছেন, পুতিন ও কিমের মধ্যে বৈঠকটি রাশিয়ার মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র ভস্তোচনি কসমোড্রোমে অনুষ্ঠিত হতে পারে।
মহাকাশে একটি স্যাটেলাইট উৎক্ষেপণের বিষয়ে উত্তর কোরিয়ার নেতার আগ্রহের কারণেই সেখানে বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে। রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে অস্ত্রচুক্তির বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কিমের বৈঠক হওয়ার কথা রয়েছে বলে বিশ্লেষকদের ধারণা। বৈঠকটি কোথায় হতে পারে সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

গ্যাব্রিয়েলা বার্নাল বলেন, এ সবকিছুই ধারণা থেকে বলা হচ্ছে। তবে ভস্তোচনি কসমোড্রোমে বৈঠক হলে উত্তর কোরিয়ার নেতার জন্য কিছু সুবিধা আছে।

সেখানে বৈঠক হলে মহাকাশ কর্মসূচির জন্য রাশিয়ার কাছ থেকে প্রযুক্তিগত সহায়তা পাওয়ার বিষয়ে উত্তর কোরিয়ার সম্ভাবনা বাড়তে পারে। তিনি আরও বলেন, সম্প্রতি স্যাটেলাইট উৎক্ষেপণ করতে গিয়ে দুইবার ব্যর্থ হয়েছে উত্তর কোরিয়া।

তবে নিরাপত্তার কারণে তা আরও ভালো হতে পারে। এর আগে অতীতের মতো ভ্লাদিভোস্তকে দুই নেতার দেখা হবে বলে ধারণা করা হয়েছিল। একটি স্বল্প পরিচিত এলাকায় বৈঠক হলে তা কিম জং-উনের জন্য নিরাপত্তার দিক দিয়ে অর্থবহ হবে।

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জনপ্রিয়

সর্বশেষ মতামত